ঢাকাWednesday , 24 December 2025
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ৭ চান্দিনা ধানের প্রতিক পেলেন ডক্টর রেদোয়ান আহমেদ

ashik
December 24, 2025 9:00 am
Link Copied!

বিএনপি’তে যোগদান করলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান
স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
বিএনপি’তে যোগদান করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। যোগদানের পর বেলা ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে মনোনয়ন পান তিনি। এর আগে তিনি এলডিপি’র মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি’ চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’তে যোগদানের ঘোষণা দেন তিনি। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিএনপি’তে গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন- এলডিপি’র স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও বিএনপি’তে যোগদান করবেন এবং বিএনপি’র প্রার্থীদের জন্য সারা দেশে নির্বাচনী প্রচারণায় কাজ করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ (টুকু)।

ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ১৯৭৯ সালে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে দ্বিতীয় বার, ১৯৯১ সালে তৃতীয়বার এবং ২০০১ সালে আবারও চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

এদিকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়েছে। স্থানীয় এলডিপি নেতাকর্মীরাও ড. রেদোয়ান আহমেদ এর যোগদানকে স্বাগত জানিয়ে বিএনপি’র পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।