দীপু হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভ
খাগড়াছড়ি/উভ।। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
বিকেলে সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্ত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান। এ ধরণের হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। দেশব্যাপী সংখ্যা লঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন সনাতনী সমাজসহ সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।
কর্মসুচিতে বক্তব্য রাখেন, সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।
বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি। তাং ২৩-১২-২০২৫ইং।
সম্পাদক ও প্রকাশক: মো আশিকুর রহমান (রাসেল) ঠিকানাঃ হাজি আলি মেনশন চান্দিনা ও ফরিদ সুপার মার্কেট নিমসার বুডিচং কুমিল্লা মোবাইল 01818-777879 01818-666768
2025 comilla71tv