কুমিল্লার চান্দিনার এতবারপুর ইউনিয়নের হাওড়া তুলি গ্রামে রান্না করার লাকরী কে কেন্দ্র করে। নিলুফা বেগম নামে এক নারীকে কুপিয়ে আহত করে। তোফায়েল খান মনির ও আব্দুল জব্বার ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। এমনন অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী নিলুফা বেগম।
গতকাল বুধবার বেলা ১১ঃ০০ টায় উপজেলার এতবারপুর ইউনিয়নের হাওড়া তুলি পূর্বপাড়া গ্রামে ভুক্তভোগী নিলুফা বেগমের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানান। তাৎক্ষণিকভাবে আহত নিলুফা বেগম কে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সি চিকিৎসর জন্য পেরন করা হয়েছে।
ভুক্তভোগী নারী নিরূপা বেগম ও তার পরিবারের উপর পরিকল্পিত হামলার, ভিডিও চিত্র ধারণ করায় স্থানীয় কয়েকজন ব্যক্তিকে , বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, দুর্বৃত্তরা এমনটাই অভিযোগ জানিয়েছেন নিলুফা বেগম,
তবে অভিযুক্ত তোফায়েল আহমেদ মনির ও তার পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা জানায়, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়া।
এ ব্যাপারে কুমিল্লা চান্দিনা থানা কর্মকর্তা ওসিন নাজমুল হুদা জানায়। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
https://slotbet.online/