শিরোনাম
মনোহরগঞ্জে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে মনোহরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ কুমিল্লা কাপ্তানবাজার ইসলামী সেবা সংস্থার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত শহীদ তিন পরিবার ও সূধীদের সাথে জামায়াতের মতবিনিময় বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লার চান্দিনায় কলেজ শিক্ষকের হাতে হাতকড়া! কারন জানেন না পুলিশ।  কুমিল্লার চান্দিনায় নবাগত অফিসার ইনচার্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় দেশ এখন স্বাধীন, সাহস নিয়ে লেখেন কুমিল্লার মুরাদনগরে নুরুনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ। দাউদকান্দিতে আলোচিত মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে

বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লার চান্দিনায় কলেজ শিক্ষকের হাতে হাতকড়া! কারন জানেন না পুলিশ। 

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লার চান্দিনায় কলেজ শিক্ষকের হাতে হাতকড়া! কারন জানেন না পুলিশ।

।। প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)।।

বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লার চান্দিনায় কোন প্রকার মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই এনায়েত উল্লাহ ভূইয়া নামের এক কলেজ শিক্ষকের হাতে হাতকড়া পড়িয়ে আটক করে চান্দিনা থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাত অনুমান সাড়ে ১০টায় তার নিজ বাসা চান্দিনা উপজেলা সদরের বাগানবাড়ি এলাকা থেকে আটক করে দ্রুত কুমিল্লা কোতয়ালী থানায় পাঠিয়ে দেয় পুলিশ। তবে কেন, কি কারণে তাকে আটক করা হয়েছে এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি চান্দিনা থানা পুলিশ।

এনায়েত উল্লাহ ভূঁইয়া (৫১) চান্দিনা মহিলা কলেজের আইসিটি বিভাগের সরকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বসুন্ধরা শুভসংঘের চান্দিনা উপজেলা শাখা ও কন্ঠসাধন আবৃত্তি পর্ষদ সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে কোন মামলা বা অভিযোগ ছাড়াই শিক্ষক এনায়েত উল্লাহ ভূঁইয়াকে নিজ বাসা থেকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্যান্য শিক্ষক, আবৃত্তি শিল্পী, কবি ও শুভসংঘের সদস্যরা ঘটনাটি উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবী করেছেন।

এনায়েত উল্লাহ ভূঁইয়াকে চান্দিনা থানার তিনজন অফিসার বাসায় গিয়ে আটকের মাত্র ৩০ মিনিটের মধ্যেই তরিঘড়ি করে কুমিল্লা কোতয়ালী থানায় পাঠিয়ে দেয়া হয়। কোন মামলায় তাকে আটক করা হয়েছে, কেনই বা কুমিল্লা পাঠিয়ে দেয়া হলো এমন প্রশ্নের কোন উত্তর দেননি চান্দিনা থানা পুলিশ।

তবে, চান্দিনা থানার এসআই মো. জিয়া বলেন, ওসি স্যারের নির্দেশেই তাকে আটক করে কুমিল্লা কোতয়ালী থানায় পাঠানো হয়েছে। এর বেশি তিনি কিছুই বলতে চাননি।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমূল হুদা মুঠোফোনে বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে কুমিল্লা কোতয়ালী পুলিশ এসে আটক করেছে বলে ফোন কেটে দেন।

এদিকে, শিক্ষক এনায়েত উল্লাহ ভূইয়ার স্ত্রী প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা রোজিনা আক্তার জানান- আমার স্বামীকে চান্দিনা থানার ইনপেক্টর তদন্ত সঞ্জয় সরকার, সেকেন্ড অফিসার (এসআই) মিথুন কুমার মন্ডল, এস.আই জিয়াসহ আরও কয়েকজন পুলিশ এসে বাসা থেকে নিয়ে যায়। তাকে কেন হাতকড়া পড়ানো হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি তাদের কাছ থেকে পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/