তিতাসে ৯ দিন রহস্যময় নিখোঁজ এক তরুনীর-
স্বজনরা খুঁজে পেতে শেয়ার করুন; ৯দিন যাবত রহস্যময়
এই তরুনী নিখোঁজ।
কুমিল্লার তিতাসের গাজীপুর আজিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী জান্নাত ইসলাম(২৪) নামের এক তরুনী ৯দিন যাবত নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগর ফেনা গ্রামের জামাল সরকারের মেয়ে। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে এই তরুনীর সন্ধ্যান পাওয়া যাচ্ছেনা। এই তরুনীর সন্ধ্যান পেতে নিখোঁজের পরিবার গত সোমবার তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছে বলে জানা যায়। নিখোঁজ হওয়া জান্নাতকে খুঁজে পেতে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
কোন হৃদয়বান ব্যক্তি এই তরুণীর সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
কুমিল্লা ৭১ টিভি। চেয়ারম্যান মো জয়নাল আবেদীন
বার্তা সম্পাদক, মো আশিকুর রহমান (রাসেল)
মোবাইল 01818-777879, 01818-666768
ঠিকানা: বাংলাদেশ চা বোর্ড ঢাকা ১০০০,১১১-১১৩-তয় তলা মতিঝিল