শিরোনাম
মনোহরগঞ্জে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে মনোহরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ কুমিল্লা কাপ্তানবাজার ইসলামী সেবা সংস্থার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত শহীদ তিন পরিবার ও সূধীদের সাথে জামায়াতের মতবিনিময় বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লার চান্দিনায় কলেজ শিক্ষকের হাতে হাতকড়া! কারন জানেন না পুলিশ।  কুমিল্লার চান্দিনায় নবাগত অফিসার ইনচার্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় দেশ এখন স্বাধীন, সাহস নিয়ে লেখেন কুমিল্লার মুরাদনগরে নুরুনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ। দাউদকান্দিতে আলোচিত মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রুবেলের সন্তানের দায়িত্ব নিবে কে ?

মো: ওমর ফারুক মুন্সী : / ১৩৮ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রুবেলের
সন্তানের দায়িত্ব নিবে কে ?

সন্তান ভূমিষ্টের পর নাম ‘রাইয়ান’ রাখবেন বলে ঠিক করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে আওয়ামী ও ছাত্রলীগের গুলিতে নিহত শহীদ আবদুর রাজ্জাক রুবেল। তখন তাঁর স্ত্রী হেপী আক্তার নয় মাসের অন্ত:স্বত্তা ছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবিদ্বার সদরের একটি হাসপাতালে শহীদ রুবেলের একটি পুত্র সন্তানের জন্ম হয়। বাবার অসিয়ত অনুযায়ী সন্তানের নাম রাখা হয়েছে ‘রাইয়ান’ অর্থাৎ জান্নাতের দরজা।
রাত ৮টার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, শহীদ রুবেলের বৃদ্ধা মা হোসনেয়ারা বেগম নাতি রাইয়ানকে কোলে নিয়ে কাঁদছেন। গণমাধ্যম কর্মীদের দেখে তিনি কান্না করতে করতে বলছেন, ‘বাবারে আমার ছেলে আজ বেঁচে থাকলে অনেক খুশি হইতো’। কপাল পোড়া নাতিটা জন্মের পর তার বাবার মুখ দেখতে পারল না’! বড় হয়ে বাবাকে খুঁজলে আমি কি জবাব দেব। এখন এই সন্তানের দায়িত্ব নিবে কে ?
শহীদ রুবেলের পরিবার সূত্রে জানা গেছে, বাবা রফিকুল ইসলামের মৃত্যুর পর সংসারের হাল ধরেন একমাত্র ছেলে রুবেল। তিনি পেশায় বাস চালক ছিলেন এবং দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছিলেন। তাঁর নৌফা নামে ছয় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
শহীদ রুবেলের স্ত্রী হেপী আক্তার বলেন, আমার স্বামীর ইচ্ছে ছিলে ছেলে সন্তান হলে রাইয়ান নাম রাখবেন। নাম রাইয়ানই রাখা হয়েছে। আমার একটি সুখি পরিবার ছিল, একটি গুলিতে নিভে গেল সব। সন্তানের মুখ যেতে পারল না তাঁর বাবা। আমার স্বামীর কি অপরাধ ছিলো তাকে কেন ঘাতকরা গুলি করে মারল ?
রুবেলের শ্যালক মো. সৈকত হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুবেল ভাইয়ের একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে সকল খরচ বহন করা হয়েছে।
এ বিষয় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ বলেছেন, দেশের জন্য শহীদ রুবেলের আত্মত্যাগ বিফলে যায়নি। তাঁর আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী চেষ্টা করেছে শহীদ রুবেলের পরিবারের পাশে দাঁড়ানোর। এরই অংশ হিসেবে তাঁর স্ত্রীর সিজার অপারেশন ও ওষুধপত্রের যাবতীয় খরচ বহন করেছে। ভবিষ্যতেও রুবেলের পরিবারের পাশে জামায়াত থাকবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে দেবিদ্বার উপজেলা সদরে ছাত্র জনতার উপর আক্রমন চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ওই সময় দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আবদুর রাজ্জাক রুবেলকে প্রথমে গুলি পরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/