কুমিল্লা নগরীতে নিজ বাসায় যুবককে গলা কেটে হত্যা
রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর চৌমুহনীর বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. সহিদুর রহমান।
নিহত গোলাম রাফি সরওয়ার (৩৫) নুরপুর এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে। তিনি ওই এলাকায় মোবাইল ফোন রিচার্জের ব্যবসা করতেন।
নিহতের মা সৈয়দা আক্তার বলেন, শনিবার তিনি নগরীর কাজিপাড়ায় মেয়ের বাসায় বেড়াতে যান। রোববার অনেকবার ফোন করেও রাফির সাড়া পাননি।
“পরে রাত সাড়ে ৯টার দিকে বাসায় এসে দেখি ঘরের মধ্যে ছেলের গলাকাটা লাশ।“
এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।
নিহতের ভাই গোলাম রাব্বি সরওয়ার বলেন, “আমি সারাদিন দোকানে ছিলাম। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে খুন করেছে বলতে পারব না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।“
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আফসান মিয়া বলেন, “ছেলেটা অনেক ভদ্র ছিল। জানা মতে তার সঙ্গে কারো বিরোধে ছিল না।“
প্রায় আট মাস আগে স্ত্রীর সঙ্গে রাফির ডিভোর্স হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা সুন্দরভাবে সেটি মীমাংসা করে দিয়েছি। আমি খুনিদের দ্রুত শনাক্ত করে বিচার দাবি করছি।“
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো.সহিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে খুনের কারণ আমরা এখনও জানতে পারিনি।“
তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ; খুনি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি